শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৫২

সম্পতিগত বিরোধে চাচার ঘুষিতে  প্রাণ গেলো ভাতিজার

কামরুজ্জামান টুটুল
সম্পতিগত বিরোধে চাচার ঘুষিতে  প্রাণ গেলো ভাতিজার

সম্পত্তিগত বিরোধে চাচার ঘুষিতে প্রাণ গেলো সালামত উল্লাহ (৩৪) নামের এক যুবকের। শনিবার ১ এপ্রিল সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই বাড়ির রবিউল আলমের ছোট ছেলে। গত দুই মাস আগে নিহত যুবক পারিবারিকভাবে বিয়ে করায়। ঘটনাস্থল থেকে পুলিশ চাচা কাউসার হোসেন (২৫) আটক করে। নিহতের পারিবারিক সূত্র জানায় , ওই বাড়ির রবিউল আলম (ভাতিজা) পরিবারের সাথে একই বাড়ির মৃত আমির হোসেনের পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এদিন সকালে বিরোধকৃত সম্পত্তি বালু দিয়ে ভরাট কাজ শুরু করলে মৃত আমির হোসেনের ছেলে চাচা মো. কাউসার হোসেন ।

এ সময় রবিউল আলম ও তার ছেলে সালামত উল্যাহ বাধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাউসার হোসেন ক্ষিপ্ত হয়ে সালামত উল্যাহর বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক মো. ইউনুছ মিয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কাউসার হোসেনকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কন্ঠকে জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থলে রয়েছি। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়