প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৫
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী ও মোটরসাইকেল চালকদের জরিমানা
কচুয়া পৌর বাজারে ৩টি দোকানে ও মোটরসাইকেলের সঠিক কাগজপত্র না থাকায় অভিযান ৫ হাজার ৯শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন এই ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রয়োজনী কাগজপত্র ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালানো দায়ে ২ হাজার ৯শত টাকা এবং ব্যবসায়ীর দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্যের তালিকা সাঁটিয়ে না রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও মোটরযান আইনে ২০১৮ (৭২) এর ধারায় অর্থদন্ড প্রদান করা হয়। এসময় আইন শৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত পুলিশ বাহিনী সদস্য, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার ও সাধারন সম্পাদক সুজন পোদ্দার, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.জাকির হোসেন বাটা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইবনে আল জায়েদ হোসেন জানান,ব্যবসাীয়দের দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের তালিকা না থাকায় ভোক্তাধিকার আইনে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরসাইকেল ও মিশুক ড্রাইভারকে মোটরযান আইনে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।