প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৬
শ্রীনগরে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর চকবাজারের যানজট মুক্ত ও ভেজাল খাদ্য পরিবেশন এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ১৮ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় বিভিন্ন আইনে ৮ মামলায় নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
এ মোবাইল কোট পরিচালনা করেন শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী। আরও উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা, শ্রীনগর থানার এস আই প্রভাস ও তার সঙ্গীয়ফোর্ন প্রমুখ। উপজেলার নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন,এই অভিযান চলমান থাকবে।