প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২১:১২
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিল কাল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি বুধবার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে কাল মঙ্গলবার। ১৫ জানুয়ারি রোববার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে বিকেলে তফসিল ঘোষণা করেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ।
|আরো খবর
জেলা আইনজীবী সমিতির তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র দাখিল, ১৮ জানুয়ারি বিকেল ৪টা ১৫ মিনিটে মনোনয়নপত্র বাছাই, সাড়ে ৪টায় আপত্তি দাখিল, ৪টা ৪৫ মিনিটে আপত্তি শুনানি ও বিকেল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহার। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি বুধবার। জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় ভোটগ্রহণ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। রিটার্নিং অফিসার থাকবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম।