রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর লঞ্চঘাটে তুচ্ছ ঘটনায় লঞ্চযাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুর লঞ্চঘাটে তুচ্ছ ঘটনায় লঞ্চযাত্রীকে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর লঞ্চঘাটে তুচ্ছ ঘটনায় লঞ্চযাত্রী সুমন গাজী (৩২)কে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দৃর্বৃত্ত। ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া ১১টায় লঞ্চঘাট এলাকায় ওই যাত্রীর ওপর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে নৌ পুলিশ। গতকাল ১৪ ডিসেম্বর বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সুমন গাজী মারা যান। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের গাজী স্কুল এলাকার মোঃ ইউসুফ আলী গাজীর ছেলে। তিনি ঢাকাস্থ বিমানবন্দর এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। এ ঘটনায় আটককৃতরা হলো : বাবু আহমেদ প্রকাশ মামুন (২৩), সবুজ প্রধানীয়া (২২), সাজ্জাদ হোসেন ওরফে আপন (২১), সবুজ খান, সাজ্জাদ মোল্লা (২৩), হাসান মাহমুদ সোহাগ (২১), রাকিব হোসেন গাজী (২২) ও ইয়ামিন (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে এমভি সোনার তরী-৩ লঞ্চযোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন সুমন গাজী। পথিমধ্যে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি আসলে অপর লঞ্চযাত্রী বাবুর সাথে লঞ্চের সিটে বসা নিয়ে বাকবিত-া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ বাবু লঞ্চযাত্রী সুমনকে হুমকি দেয়। লঞ্চটি রাত সোয়া ১১টায় চাঁদপুর ঘাটে ভিড়লে বাবু ও তার বন্ধুরা মিলে সুমনের ওপর চড়াও হয়। এ সময় তারা সুমনকে বেদম মারধর ও ছুরিকাঘাত করে। ওই সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর বেলা তার মৃত্যু হয়।

সুমনের মেজো ভাই শরিফ গাজী ও চাচাতো ভাই মিজান বলেন, সুমন ৩ ভাই ও ১ বোনের মধ্যে বড়। সে বিবাহিত। সম্প্রতি সে দুই লাখ টাকা ঋণ করে এলাকায় জমি কিনে। সেই টাকার মাসিক কিস্তি পরিশোধ করতে চাঁদপুর আসছিলো। সে খুব সহজ-সরল স্বভাবের। যারা আমার ভাইকে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই।

হাসপাতালে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, নিহত সুমনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বুকে আঘাতের ফলে তার মৃত্যু হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। আমরা সুমনের প্রাথমিক ময়নাতদন্ত শেষে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করবো।

এদিকে চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান তাঁর কার্যালয়ে ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় এ ঘটনায় সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় হত্যাকাণ্ড সংক্রান্ত ঘটনা এবং আটক ৮ জনের বিষয়টি নিশ্চিত করেন। ধৃত আসামীদের মধ্যে প্রধান অভিযুক্ত বাবু আহমেদ মামুন (২২) রয়েছে। সে মতলব উত্তরের শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে শ্বশুর বাড়ি পুরাণবাজার লিটন হাওলাদার বাড়িতে থাকে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়