সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ২০:৫৫

সড়ক দুঘটনায় নিহত স্কুল শিক্ষিকার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
সড়ক দুঘটনায় নিহত স্কুল শিক্ষিকার দাফন সম্পন্ন

সড়ক দুঘটনায় নিহত চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের দুই দফা জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার স্বামীর বাড়ী হাজীগন্জের কালচোঁ দক্ষিন ইউনিয়নের বাজনাখাল গ্রামে দ্বিতীয় জানাযার নামাজ শেষে স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে সোমবার বাদ এশা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড গৌর গরিবা জামে মসজিদে মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে, ঘাতক বোগদাদ বাসের চালকের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক সোহেল রুশদী তাঁর ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনার পরপরই বোগদাদ বাসটিকে পুলিশ আটক করে এবং চালক পালিয়ে যায়। ২১ নভেম্বর সোমবার সকাল দশটার সময় সিএনজিচালিত অটোরিকশা যোগে চাঁদপুর শহর থেকে স্কুল শিক্ষিকা নাজমা আকতার কর্মস্থলে যাবার সময় চাঁদপুর -কুমিল্লা সড়কের গোসাইরহাটে বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ওই শিক্ষিকা নিহত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়