সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ২১:১১

মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিচ ইয়াবা দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ১৪ নভেম্বর দিবাগত রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপালিয়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে মতলব উত্তর থানার এসআই মোঃ রমিজ উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন চরপাথালিয়া দাশকান্দি বলাই গোস্বামীর দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী আসামী মোঃ ধলু মিয়া (৪২), পিতা-মোঃ ছালমত মিয়া, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-চরপাতালিয়া (দাশকান্দি ছালামত মিয়ার বাড়ি), এবং শ্রী বলাই গোস্বামী (৫০), পিতা-মৃত রাধা গোবিন্দ গোস্বামী, মাতা-আদুরিনী গোস্বামী, সাং-চরপাথালিয়া (দাশকান্দি), ওয়ার্ড নং-০৭, উভয় থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক দেহ তল্লাশী করে ত ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, মাদকের সাথে যুক্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মঙ্গলবার নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়