প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:২০
মুক্তিযোদ্ধা রফিকুল্লাহর হত্যারহস্য উদ্ঘাটনে কিছুটা সময় লাগার আভাস
দুর্বৃত্তের ছুরিকাঘাতে শনিবার বিকেলে খুন হওয়া মুক্তিযোদ্ধা রফিকুল্লাহর বাসায় ওয়াইফাই কানেকশন থাকলেও সিসি ক্যামেরা না থাকায় হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের বেগ পেতে হচ্ছে বলে মনে হচ্ছে। তাঁর চাঁদপুর শহরের লন্ডন ঘাটস্থ হোটেল সফিনার বাসায় থাকা মিরাজ ও অন্যদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে খুনি শনাক্ত ও খুনের কারণ উন্মোচনে পুলিশের প্রচেষ্টার কমতি নেই বলে জানা গেছে।
|আরো খবর
প্রতিদিন মধ্যাহ্ন ভোজশেষে রফিকুল্লাহ যখন ঘুমাতেন বা বিশ্রামে থাকতেন, তখন মিরাজ কানে হেড ফোন লাগিয়ে মোবাইল ফোন ব্যবহারে মগ্ন হয়ে যেতেন। শনিবার বিকেলেও তিনি তেমনটি করেছিলেন বলে নিচতলায় থেকেও উপরতলায় দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে রফিকুল্লাহর গোঙ্গানির আওয়াজ তার কানে যায়নি। সে কারণে রফিকুল্লাহর কাছে প্রায়শই আসা নাম নাজানা তরুণ (যাকে সন্দেহভাজন খুনি ভাবা হচ্ছে) মিরাজের চোখের সামনে দিয়ে দ্রুত চলে গেলেও তাকে ধরা সম্ভব হয়নি--যেটি পর্যবেক্ষকদের অভিমত।
হোটেল সফিনায় ক্লোজ সার্কিট ( সিসি) ক্যামেরা তো নেই-ই, আশেপাশেও এমন ক্যামেরা নেই। যার কারণে খুনের অব্যবহিত পর ঘটনাস্থল থেকে সটকে পড়া খুনির গতিবিধি পর্যবেক্ষণের কাজটা সম্পন্ন করতে পুলিশকে বেগ পেতে হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তবুও পুলিশ আশাবাদী, স্বল্প সময়েই মুক্তিযোদ্ধা রফিকুল্লাহর খুনি ও হত্যা রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। রফিকুল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনের কল লিস্ট দেখেও খুনি শনাক্তকরণে পুলিশের প্রয়াস যে রয়েছে, সেটাও একটি সূত্রে জানা যায়।