প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মতলবে আবাসিক হোটেল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারের সাবেক ফেরিঘাট এলাকায় আজমিরি আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ শুভ (২২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
|আরো খবর
পুলিশ ও হোটেল সূত্র জানায়, রোববার দুপুর ১২টার দিকে হোটেল কর্মচারী ঝাড়ু দিতে গিয়ে ওই কক্ষটি বন্ধ দেখে বেশ ক’বার দরজা নক করেন। এতে কক্ষের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি চলে যান। ঘন্টা খানেক পরে আবার তিনি কক্ষটি পরিষ্কার করার জন্য দরজায় নক করেন। তাতেও কোনো সাড়া শব্দ না পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে মতলব থানা পুলিশ ওয়ার্কশসপের কর্মচারী দিয়ে দরজার হ্যাজবোল্ট কেটে রুমে ঢুকে হিমেল আহমেদ শুভর মরদেহ দেখতে পান।
আজমিরি আবাসিক হোটেলের ম্যানেজার বাবর আলী জানান, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে হিমেল আহমেদ শুভ আজমিরি হোটেলের ১৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। গত শুক্রবার রাতেও তিনি এই হোটেলে ছিলেন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের মিজি বাড়ি। তার পিতার নাম খোকন। ওই যুবকের বাবা খোকন প্রধান বলেন, নয় মাস আগে আমার ছেলেকে দুবাই পাঠাই। আমরা তো জানি আমাদের ছেলে দুবাই আছে। কোন্দিন বাংলাদেশে এসেছে তাও আমরা জানি না।
উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, শুভকে বমিরত অবস্থায় বিছানায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। এছাড়া মোবাইলে ছবি দেখে বুঝা গেছে বিদেশে সে গাড়ির ড্রাইভিং করতো।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সে বিষক্রিয়ায় মারা গেছে।