প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ধর্ষণ মামলার আসামী আটক
ফরিদগঞ্জ থানা পুলিশ ধর্ষণ মামলার অভিযুক্ত আসামী রকি (২৫)কে আটক করেছে। সে রুস্তমপুর গ্রামের ইসহাক মিয়ার পুত্র। পেশায় সিএনজি অটোরিকশা চালক। জানা গেছে, গত রোববার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এক কিশোরী নানা বাড়ি যাওয়ার জন্যে রকির সিএনজি অটোরিকশায় উঠে। কিন্তু রকি তাকে কৌশলে তার বাড়ির বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। কিশোরী তার বাড়ি ফিরে অভিভাবকদের জানালে পরদিন সোমবার ১২ সেপ্টেম্বর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
|আরো খবর
পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুল কুদ্দুছ সোমবার গভীর রাতে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে রকিকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন অভিযুক্ত আসামী রকিকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করেন। এছাড়া ভিকটিমকে ডাক্তারি সম্পন্ন করা হয়েছে।