প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৪
অধিক দামে সেবার দায়ে চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
অসুস্থ রোগীর চিকিৎসা ক্ষেত্রে ২৫০ টাকার টেস্ট ৩০০-৪০০ টাকা এবং ৩০০-৪০০ টাকা টেস্ট রাখা হচ্ছে ৫০০ টাকা। ভোক্তার সাথে এমন প্রতারণা করায় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে চাঁদপুর শহরের ২ টি ডায়গনিস্টিক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক নুর হোসেন। তিনি জানান, ১২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে তাদের টিম শহরের স্টেডিয়াম রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। তদারকিকালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে।
|আরো খবর
নির্ধারিত সেবা মূল্যের চেয়ে অধিক দামে সেবা বিক্রির দায়ে চাঁদপুর ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার জরিমানা করা হয়েছে। ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।