প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬
কচুয়ায় ৫হাজার ২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় ৫ হাজার ২’শ পিস ইয়াবা সহ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকাল ১১টায় কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
|আরো খবর
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আলী (৩৫) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার বাটঘর মাইজপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১১টায় কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অসীম কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া ছাত্রী ছাউনীর সামনে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি করে।
এসময় ওই বাসের যাত্রী মো. আলীর কাছ থেকে ৫ হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।