প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১
গোডাউনে থেকে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ
হাজীগঞ্জ বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় পলিথিন ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত পলিথিনের মুল্য আনুমানিক ৩ লাখ টাকা। বৃহস্পতিবার বিকেলে এই আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
|আরো খবর
আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হকার্স মার্কেটে নিলয় প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১১ বস্তায় থাকা প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও ব্যবসায়ী পারভেজকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই মার্কেটের নয়ন প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১১৬ বস্তায় থাকা ২৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং উক্ত ব্যবসায়ীকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, অভিযানে ২৪৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং সংশ্লিষ্ট দুইজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য ২ লাখ ৯৮ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহুল আলম চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।