প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ভোলা জেলার তজুমুদ্দিনে নিখোঁজ প্রান্তের লাশ শনাক্তের চেষ্টা
চাঁদপুর শহরের ৭নং ওয়ার্ডের ক্লাব রোড নিবাসী রেলওয়ের অবসরপ্রাপ্ত টিটিই, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবুর রহমানের ছোট পুত্র অহিদুর রহমান প্রান্তের মরদেহের সন্ধান পাওয়া গেছে মর্মে খবর এসেছে। অহিদুর রহমান প্রান্ত গত ২ সেপ্টেম্বর নিখোঁজ হন এবং গত ৫ সেপ্টেম্বর চাঁদপুর মডেল থানায় তার পিতা একটি নিখোঁজ ডায়েরি করেন। সেমতে গতকাল চাঁদপুর মডেল থানায় খবর আসে যে, ভোলার তজুমুদ্দিন থানা এলাকায় চাঁদপুর মডেল থানার জিডির বর্ণনা মতে নদীতে একটি লাশ পাওয়া গেছে এবং লাশটি তজুমুদ্দিন থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে আঞ্জুমান মফিজুল ইসলামের মাধ্যমে দাফন করেছে। প্রান্তের পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় গিয়ে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদের অফিস কক্ষে বসে ভোলা থেকে পাঠানো লাশের ছবি দেখেন। পরে সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন ভোলা গিয়ে লাশ শনাক্ত করার। সে অনুযায়ী মাহবুবুর রহমানসহ তার পরিবারের লোকজন গতকাল রাতে ভোলার তজুমুদ্দিন থানায় গিয়ে লাশের গায়ে পরিধেয় পাঞ্জাবী, প্যান্ট, হাতের ঘড়ি দেখে সন্দেহাতীতভাবে প্রান্তের লাশ মনে করে। তবে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, লাশের ডিএনএ টেস্ট করাতে হবে। এরপর বুঝা যাবে এটি প্রান্তের লাশ কি না। তারপরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
|আরো খবর