বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৫

চাঁদপুর শহরে ভোক্তা অধিকারের অভিযান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে ভোক্তা অধিকারের অভিযান

চাঁদপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি জানান, জেলার সদর উপজেলার কালীবাড়ি মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলজি বাটারফ্লাই শো রুমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামের প্রাইস ট্যাগ বা অতিরিক্ত দাম লেখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২০,০০০/- জরিমানা করা হয়েছে। বনফুল কেক এন্ড ফাস্ট ফুড এ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বেকারী আইটেমস বিক্রির দায়ে ৫,০০০/- জরিমানা করা হয়েছে। কালী বাড়ি মোড়ের হাজীর বিরিয়ানি হাউজের রান্নাঘর তদারকিকালে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া কাজ চলছে। এমনকি টয়লেটের ভিতরে কমেডের আশেপাশে খাবার রাখা হয়েছে। উক্ত বিষয় আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৫৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।এ অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়