বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

মতলবে ভোক্তা অধিকারে জরিমানা আদায়

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ভোক্তা অধিকারে জরিমানা আদায়

মতলব দক্ষিণ উপজেলা সদরের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মিষ্টির দোকান ও বেকারীকে নানা অনিয়মের অভিযোগে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা প্রদান করেন।

জানা যায়, মতলব সদরে অবস্থিত হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টার অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোর প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করা হয় এবং মতলব কলেজ রোড এলাকায় মিষ্টির দোকান ও বেকারী পরিদর্শন করেন। এ সময় ল্যাব টেকনিশিয়ান ও রেডিওলজিস্ট ব্যতিত সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন মূল্য তালিকা, পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখ ও অপরিচ্ছন্ন নোংরা পরিবেশের জন্য ভাই ভাই নন্দ কেবিনকে ৮ হাজার টাকা, মতলব দধি খির হাউজকে ৫ হাজার টাকা, সততা বেকারিকে ৩০ হাজার টাকা ও রুপা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, জনগণের কল্যাণে ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়