প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৪
হাজীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলে ট্রাফিক পুলিশকে নিয়ে রোববার দিনভর অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক।
|আরো খবর
জানা যায়, হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুপাশের ফুটপাত ও স্থায়ী ব্যবসায়ীদের দোকানের বাইরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে করে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের জন্যে চলাচলের পথ উন্মুক্ত হয়। এদিন আদালত ২ জন ব্যবসায়ীকে নগদ ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোঃ মাহফুজুর রহমান, সার্জেন্ট (উপ-পরিদর্শক) মাহমুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত কদিন হাজীগঞ্জ বাজারের ফুটপাত অনেকটা হকারমুক্ত করা হয়েছে।