সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৩

হাজীগঞ্জে কিশোরী শিক্ষার্থী ধর্ষণে বৃদ্ধ কারাগারে

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে কিশোরী শিক্ষার্থী ধর্ষণে বৃদ্ধ কারাগারে

সপ্তম শ্রেনির কিশোরি শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে সুজন হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে জেল হাজতে পাঠিয়েছে চাঁদপুরের আদালত। এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ সুজনকে আদালতে পাঠায় পুলিশ। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে ধর্ষণের শিকার শিক্ষার্থীর মা হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ (নং-৭) দায়ের করেন। পরে তার অভিযোগের ভিত্তিতে একই দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষনের শিকার শিক্ষার্থী উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ধর্ষক সুজন হোসেন ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়কুল গ্রামের সেকান্তর হাজী বাড়ির বাসিন্দা। সুজন ঐ  শিক্ষার্থীর দূরসম্পর্কের নানা ।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন পূর্বে ফুঁসলিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ করে বৃদ্ধ সুজন । পরে শিক্ষার্থী তার মাকে জানালে, বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে সালিশি বৈঠকে  সুজন ধর্ষণের বিষয়টি স্বীকার করে। এরপর তার জরিমানা করা হলে, তিনি ধর্ষণের কথা অস্বীকার যান।

পরবর্তীতে শিক্ষার্থীর মা শুক্রবার রাতে হাজীগঞ্জ থানায় এসে ধর্ষক সুজন হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একই দিন শেষর রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।  ধর্ষণের শিকার শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অভিযুক্ত বৃদ্ধ সুজন হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়