শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ১৯:৪১

মতলবে হাসপাতাল সিলগালা ও জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে হাসপাতাল সিলগালা ও জরিমানা

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটির নানা ধরনের অনিয়মের অভিযোগে আজ ৩১ আগস্ট বুধবার দুপুরে ৫০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগে উপজেলার বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া।

জানা যায়, অভিযানে নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের নামে ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছিলেন। এছাড়া নার্স ও ল্যাব টেকনিশিয়ান ব্যতিত সেবা প্রদান, চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোগী ভর্তি, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা এবং হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ সাজিয়ে রাখা সহ অনিবন্ধিত অবস্থায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়–য়া বলেন, ওই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন যাবত নিবন্ধন নানা অব্যবস্থাপনায় চলছিল যা স্বাস্থ্যসেবার জন্য হুমকি স্বরূপ। জনগণের কল্যাণে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

ক্যাপশন ঃ মতলবে ভ্রাম্যমান আদালতে হাসপাতাল সীলগালা করছেন সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়–য়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়