বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ১৭:০৩

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযান পরিত্যক্ত দুটি ঘর থেকে ১২ ব্যারেল অবৈধ ডিজেল জব্দ

মিজানুর রহমান
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযান পরিত্যক্ত দুটি ঘর থেকে ১২ ব্যারেল অবৈধ ডিজেল জব্দ

চাঁদপুর মেঘনায় ট্যাংকের জাহাজ থেকে পাচারকৃত চোরাই জ্বালানির তেলের চালান একের পর এক ধরা পড়ছে। কোস্টগার্ড, চাঁদপুর অভিযান পরিচালনা করে ২৯ আগস্ট সোমবার

আবারো পরিত্যক্ত দুটি ঘর থেকে ১১ ব্যারেল আনুমানিক ২ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে।

কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরফাত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৯ আগস্ট ২০২২ আনুমানিক দুপুর ২ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি পরিত্যক্ত ঘর থেকে আনুমানিক ২ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল এর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়াত উল্লাহ ।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়