বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১৮:২১

ফরিদগঞ্জে দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ !

ভ্রাম্যমান প্রতিনিধি
ফরিদগঞ্জে দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ !

ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের তেলিসাইর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ, পরিবারের দাবি মেয়েকে অপহরণ করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জের বাসারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্কুলে গিয়ে ফেরত না আসায় তার পরিবার থানার একটি নিখোঁজ ডায়েরি করেন। ছাত্রীর মা জানান, আমার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী, তার বয়স ১৪ বছর, প্রতিদিনের ন্যায় ২৪ আগস্ট বুধবার স্কুলে গিয়ে বাড়িতে না আসায় আমরা ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। থানা থেকে বাড়ি আসার সময় বিভিন্ন লোক ও মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানতে পারি আমার কিশোরী মেয়েকে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল হাই নান্টুর ছেলে আব্দুল কাদের (২২) তাকে জোরপূর্বক সিএনজিতে করে নিয়ে যায়। আমাদের ব্যবহৃত মোবাইলে অপহরণকারী আব্দুল কাদের অশ্লীল মেসেজ দেন। এছাড়া বিষয়টি নিয়ে থানায় যাওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়ে মোবাইলে আমাদেরকে হুমকি প্রদান করে আসছে। মেয়ের দাদী খায়রুন্নেসা বলেন, নাতিনের খোঁজে আমি নান্টুর বাড়িতে গেলে তারা আমার সাথে ভালো ব্যবহার করেনি। মেয়ের দাদা শফিক মিয়াজীর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটির কারণে আমরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি। তার পরেও আমি আমার নাতিনকে ফেরত চাই। তারা তাদের মেয়েকে ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

অভিযোগের আলোকে তেলিসাইর গ্রামে গিয়ে আব্দুল হাই নান্টুর সাথে কথা হলে তিনি বলেন, তার ছেলে আব্দুল কাদের যাহা করেছে তাহা অন্যায় করেছে। তিনি বিষয়টি জানার পর পাগলের মত হন্যে হয়ে তার ছেলে ও মেয়েটিকে বাড়িতে ফেরত আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে তিনি জানান।

অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জামাল হোসেন বলেন, অভিযোগের আলোকে আমরা ছেলে এবং মেয়েটিকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়