প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৮:৪২
জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে জুলাই,২০২২ মাসের কার্যবিবরণী তুলে ধরেন মহসিন আলম ডিআর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তার। বক্তব্য রাখেন, ডিআর মহসিন আলম, জাতীয় জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা পরিষদের সদস্য, মুকবুল মিয়াজী প্রমুখ। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ এবং ইভটিজিংসহ এ ধরনের অপরাপর অপরাধ নির্মূলে গণসচেতনতা সৃষ্টি করে নির্যাতিত ও ভিকটিমদের আইনি সহায়তা প্রদান করে অপারাধীদের শাস্তি নিশ্চিত করনের উপর গুরুত্বারোপ করেনন বক্তারা।