বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ২০:১৬

উত্তর তারাবুনিয়ায় সম্পত্তিগত বিরোধে একই পরিবারের ৬ জন আহত

স্টাফ রিপোর্টার
উত্তর তারাবুনিয়ায় সম্পত্তিগত বিরোধে একই পরিবারের ৬ জন আহত

শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়ায় সম্পত্তিগত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ২ আগস্ট মঙ্গলবার রাতে শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের খাস কান্দি গ্রামে।

ঘটনা সুত্রে জানা যায়, হাফেজ প্রধানিয়ার ভাই মান্নান প্রধানীয়ার সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে বিরোধ চলছিলো। তাদের সম্পত্তি থেকে হাফেজ প্রধানীয়াকে বঞ্চিত রেখে দীর্ঘদিন ধরে মান্নান প্রধানীয়া ও তার পরিবারের লোকজন ভোগ দখল করে আসছিলো। পরবর্তীতে হাফেজ প্রধানিয়ার ছেলে আবু হানিফ প্রধানীয়া গংরা দাদার সম্পত্তির অংশীদার পাওয়া জন্যে স্থানীয় মাধ্যমে সমঝোতায় বসে। ওই সমঝোতায় উভয় পক্ষকে সম্পত্তি সমানভাবে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মতে মন্নান প্রধানীয়া তার ভাতিজাদের সম্পত্তি বুঝিয়ে দেয়ার কথা বলে ডেকে নিয়ে তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার স্প্রিড বোট যোগে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্য থেকে গুরুতর আহত জহির উদ্দীন প্রধানিয়া (৪৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অপর আহতরা হলেন : আবু হানিফ প্রধানীয়া (৪৫), ছমেদ প্রধানিয়া (৫৫), রুবেল প্রধানীয়া (৩০), সাফিয়া বেগম (৪০) ও মনসুরা বেগম (৪০)। সংঘর্ষের খবর জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রবাসী দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

হযরত আলী বেপারী বলেন, আহত সকলেই আমার ইউনিয়নের বাসিন্দা। নদী ভাঙ্গার কারণে তারা খাসকান্দিতে বর্তমানে বসবাস করে আসছে।

পৈত্রিক ও দাদার সম্পত্তি উদ্ধারের জন্য চাচা ও চাচাতো ভাইয়েরা তাদের উপর এমন ন্যাক্কারজনক হামলা করেছে।

আমরা এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়