মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ২১:১৯

কোস্ট গার্ডের অভিযানে ৬'শ কেজি বিষাক্ত জেলি চিংড়ি জব্দ

অনলাইন ডেস্ক
কোস্ট গার্ডের অভিযানে ৬'শ কেজি বিষাক্ত জেলি চিংড়ি জব্দ

কোস্ট গার্ডের অভিযানে আনুমানিক ৬০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০২ আগষ্ট ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাশি করে আনুমানিক ৬০০ কেজি (১৫ মন) বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।ছান্দপুর-কান্থ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়