বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ২১:১৪

ফরিদগঞ্জ বিরামপুরে প্রশাসনের বাজার তদারকি

ফরিদগঞ্জ বিরামপুরে প্রশাসনের বাজার তদারকি
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জের বিরামপুর বাজারে ২ আগস্ট মঙ্গলবার বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৩ দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় টীম।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ৩০,০০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এর মধ্যে মিজান ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০,০০০/-

মূল্য তালিকা না থাকায় বাবলু সুইটমিট ফল ভাণ্ডারকে ৫,০০০/-

এবং আল মদিনা সুইটমিটকে ৫,০০০/- জরিমানা করা হয়েছে।

বাজার তদারকিতে সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন ফরিদগঞ্জ , ফরিদগঞ্জ উপজেলা স্যাানেটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং নিরাপত্তা দায়িত্ব পালন করেন জেলা পুলিশ চাঁদপুর ও ফরিদগঞ্জ থানা পুলিশের এস আই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স । এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়