শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ২২:০৯

চলমান লকডাউনের ৪র্থ দিন : ১৬ অভিযানে ২৩৭ জনকে জরিমানা

মিজানুর রহমান
চলমান লকডাউনের ৪র্থ দিন : ১৬ অভিযানে ২৩৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোরতম বিধিনিষেধ চলছে। বিধিনিষেধের চতুর্থ দিনে ২৬ জুলাই সোমবার চাঁদপুরে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে ২৩৭ জনকে অর্থদন্ড দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে ১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা জরিমানা অর্থ আদায় করা হয়।

এদিন আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় চাঁদপুর শহর এলাকাসহ বিভিন্ন উপজেলায় ১৬ টি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণের নিমিত্তে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদরের সার্বিক লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শহরের বিভিন্ন পয়েন্ট ও চেকপোস্টের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশ সুপারের নির্দেশনায় চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটের কর্মতৎপরতা ও টহল প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সদস্যবৃন্দ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পড়া, অযথা ঘোরাফেরা বন্ধ করা, দোকানপাট খোলা না রাখা, জনসমাগম নিষিদ্ধ সহ জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এদিকে সরেজমিনে দেখা যায়, চাঁদপুরে করোনা শনাক্ত ও মৃত্যু বাড়লেও মানুষ এ ব্যাপারে উদাসীন। বিভিন্ন অজুহাতে তারা রাস্তায় বের হচ্ছে। বিভিন্ন সড়কে বহু মানুষকে অযথা ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে রোগী ও করোনার টিকা নিতে আসা মানুষকে ভোগান্তি পোয়াতি হয়েছে যানবাহন না পেয়ে। অনেকে প্রয়োজনে বের হলো তাদের পথ চলতে হয়েছে পায়ে হেঁটে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, স্বেচ্ছাসেবক টিমের সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নিয়মিত মোবাইল টিমের অভিযান চালিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়