প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ১২:১০
ফরিদগঞ্জে আইসক্রিম কারখানা সিলগালা, মালিককে ৩ মাসের কারাদণ্ড

ভেজাল খাদ্যসামগ্রী রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪১ ধারায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের রাসেল আইসক্রিম কারখানার মালিক রাসেল আহম্মেদ (৪১)কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারাখানাটি সিলগালা করে দেয়া হয়।শুক্রবার (১৫ জুন) রাতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে রাসেল আইসক্রিম কারখানা থেকে বিপুল পরিমানের মেয়াদবিহীন আইসক্রিম, কাপড়ের রং ও বিভিন্ন অনুমোদনহীন কেমিকেল সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামাদি পরে উপস্থিতিদের সামনে গাড়ীর চাপা দিয়ে ধ্বংস করা হয়।
|আরো খবর
বিষয়টি নিয়ে ইউএনও তাসলিমুন নেছা জানান, কারখানার মালিক রাসেল বেআইনিভাবে আইসক্রিম কারখানাটি পরিচালনা করে আসছেন। তিনি নোংরা পরিবেশ, লাইসেন্স বিহীন, কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও ভেজাল এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি ও উৎপাদন করে আসছেন। উক্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪১ ধারা মোতাবেক তাকে ৩ মাসের কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।