প্রকাশ : ৩০ জুন ২০২২, ২২:৩৯
হাজীগঞ্জে ফুড লাভার্সসহ ৫টি খাবার হোটেলে জরিমানা

হাজীগঞ্জ বাজারে খাবারের গুণগতমান বজায় রাখার দাবীদার ফুড লাভার্সসহ ৫টি খাবার হোটেলে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
|আরো খবর
বৃহস্পতিবার বিকালে তিনি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে এই আদালত পরিচালনা করেন।
রেষ্টুরেন্টগুলোতে অবস্থাপনার দায়ে বাজারের ফুড লাভার্সকে ১৫ ( পনেরো ) হাজার টাকা, প্রিন্স হোটেল ২০ (বিশ) হাজার টাকা, আল মদিনা হোটেল ১৫ (পনের) হাজার টাকা, নিউ তৃপ্তি হোটেল ১৫ (পনেরো )হাজার টাকা, গাউছিয়া হাইওয়ে হোটেল ১০ (দশ ) হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এদিন বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে হোটেলের রান্নাঘরে তেলাপোকা, ড্রেনে মুরগীর চামড়া, নাড়িভুড়ি, ফ্রিজে কাঁচা মাংস আর রান্না করা মাংস, বাটা মশলা, দই, ফ্রাই, ছানা, তরকারীসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় হোটেল কর্তৃপক্ষকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা স্যানেটারী পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান,খাবারের হোটেল গুলোর অব্যবস্থপনা আদালতকে বিস্মিত করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।