প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৪:০৪
শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে চাঁদপুরের শিক্ষক সমাজের মানববন্ধন
স্টাফ রিপোর্টার

সাভারের ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের অনাকাঙ্ক্ষিত হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলার শিক্ষক সমাজ। ৩০ জুন বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সর্বস্তরের শিক্ষক বৃন্দ। উপজেলা পর্যায়ে একযোগে কর্মসূচি পালন করা হয়েছে।
এ ঘটনার জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন,দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপরাধগুলো মারাত্মক। এসব ঘটনা সমগ্র জাতিকে ভাবিয়ে তুলেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুক্তবুদ্ধির চর্চার জন্য শিক্ষকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের। গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।