শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ জুন ২০২২, ২০:১৭

শাহরাস্তিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শাহরাস্তিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন নামের এক যুবককে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

প্রতিবন্ধী কিশোরীর ভাই উপজেলার রাড়া গ্রামের রবিউল হোসেন শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গত ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে কিশোরীকে একা পেয়ে বাড়ির বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রাড়া হাজী বাড়ির মোঃ হোসেনের ছেলে আরমান হোসেন। এসময় বাড়ির লোকজন জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আরমান পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ইতিপূর্বেও আরমান হোসেন প্রতিবন্ধী এ কিশোরীকে উত্তক্ত করে আসছিল। এছাড়া সে এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচিত।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মান্নান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্হা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়