প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৯:৪০
চাঁদপুরে ১ ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার

নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় চাঁদপুর শহরের ছায়াবানী এলাকায় নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ২৬ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে পরিচালনা করেন।
অভিযানে সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায়।