শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ জুন ২০২২, ২২:২৮

শাহমাহমুদপুর সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যানের বিরু‌দ্ধে থানায় মামলা

স্টাফ রিপোর্টার
শাহমাহমুদপুর সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যানের বিরু‌দ্ধে থানায় মামলা

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের দু'বারের নির্বাচিত সাবেক ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন মাহমু‌দের বিরু‌দ্ধে জামাল কাজীর ক্রয়কৃত সম্পওি দখ‌লের চেষ্টায় চাঁদপুর সদর থানায় মডেল থানায় মামলা দ‌য়ের ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী প‌রিবার। ঘটনাটি ঘটেছে ১৯ জুন রোববার দুপুরে।

জানা যায় সদর উপ‌জেলার শাহ‌মুদপুর ইউ‌নিয়‌নের বিম‌লেরগাঁও এলাকায় জামাল খা‌নের ক্রয়সূত্রে মালিকীয় (‌দোকানসহ ) সম্পওি মাপার জন্য সার্ভেয়ার গিয়ে সীমানা নির্ধারণ করার চেষ্টা করে। এসময় কোনো কাগজ পত্র ছাড়াই এবং কোনো ধরনের মালিকানা কোনো হিস্যা না থাকা সত্ত্বেও উক্ত ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে দু'থেকে তিন শতাধিক লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে জামাল কাজীর ক্রয়কৃত সম্পত্তির সকল সীমানা পীলার ও ভাড়াটিয়া কতৃক পরিচালিত ফার্নিচার দোকানে হামলা চালায় এবং সম্পত্তিতে থাকা সম্পত্তির সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয়। ধু তাই নয়, ঘটনাস্থলে থাকা জামাল কাজীর নিকট স্বজনদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে চেয়ারম‌্যানসহ তার লোকজন জ‌মি মাপ‌তে বাঁধা দেয়। তার দোকা‌নের সাইন‌বোর্ড তুলে ভে‌ঙ্গে ফেলে দেয়। এসময় বাঁধা দি‌তে গে‌লে চেয়ারম‌্যা‌নের সাথে থাকা অজ্ঞাত লোকজন জামাল কাজীকে কিল, ঘু‌সি ও লা‌থি মেরে আহত ক‌রে। হামলার সময় চেয়ারম‌্যা‌নের সাথে থাকা অজ্ঞাতনামা লোকজন প্রাণে জামাল কাজী কে সম্পত্তির কাছে আবার আসলে মেরে ফেলার হুম‌কি দেয় । পরে নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে জামাল কাজী গংরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে এসে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আহতরা চিকিৎসা নেন।

এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি গত ২ জুন উক্ত সম্পত্তিতে থাকা ঘরের বিদ্যুৎ সংযোগের প্রায় দুই কয়েল তাঁরসহ মিটার ও আর্থিং লাইনটি রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায়ও মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনার পর জামাল কাজীর ভাই মোঃ স‌ফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জুন ঘটনার সদর ম‌ডেল থানায় (মামলা নং ৬৩ তা‌রিখ-১৯/৬/২০২২ইং) মামলা দা‌য়ের ক‌রেন। উল্লেখিত বিষয়ে অনতিবিলম্বে দুষ্কৃতকারী এবং হামলা কারীদের বিচার দাবী করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়