প্রকাশ : ০৯ জুন ২০২২, ১৯:৩৬
সেলিম খানসহ তিনজনকে কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম খানসহ তিনজনকে এক কোটি টাকা জরিমানা করেছেন উচ্চ আদালত।
|আরো খবর
এই তিনজনের মধ্যে সেলিম খানকে ৫০ লাখ টাকা এবং অপর দু’জন স্থানীয় বাসিন্দা জুয়েল ও আবদুল কাদের মিয়াকে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুই মাসের মধ্যে এই অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে অধিগ্রহণের জন্য জমির মূল্যহার পরীক্ষায় কমিটি গঠন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১৯৪ কোটি টাকার প্রাক্কলনের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো: ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৯ ই জুন বৃহস্পতিবার এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিট আবেদনকারীরা আদালতে কিছু জাল ডকুমেন্ট দিয়েছেন। আদালতের সময় নষ্ট করেছেন। এসব বিবেচনায় নিয়ে রুল খারিজ করে রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে সেলিম খানকে ৫০ লাখ টাকা ও তার ঘনিষ্ঠ অপর দুজনকে ২৫ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।