সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

ঢালিরঘাটে সরকারি জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি

ঢালিরঘাটে সরকারি জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার ঢালিরঘাটে সরকারি জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বালিয়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ খান সরকারি জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি করে। আর সেই দোকান একই এলাকার বাতেন বেপারীর নিকট হতে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর করে। কিছুদিন পর পুনরায় দোকানটি অন্যত্র বিক্রি করে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমঝোতা করা হয়। ইউপি চেয়ারম্যান দুজনকে নিয়ে বসে জাহিদুল ইসলাম জাহিদের দেয়া মূল স্ট্যাম্প রেখে দেন এবং বাতেন বেপারীকে ৫০ হাজার টাকা দিয়ে দেয়ার জন্যে বলেন। কিন্তু জাহিদুল ইসলাম জাহিদ তাতে কর্ণপাত না করে বাতেন বেপারীকে কোনো টাকা দেয় না।

এ ব্যাপারে বাতেন বেপারী বলেন, জাহিদুল ইসলাম জাহিদ মেম্বার আমার নিকট দোকান বিক্রি করে। আমি তাকে ২ লাখ ৫০ হাজার টাকা দিই। সে আমার নিকট বিক্রি করা দোকান অন্য জায়গায় বিক্রি করে দেয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদে সালিসি বৈঠকে সিদ্ধান্ত হয়, আমাকে ৫০ হাজার টাকা দিয়ে দিবে। আর মূল স্ট্যাম্পখানা চেয়ারম্যান রেখে দেন। তারপরও জাহিদ মেম্বার আমার টাকা দেয় না। এমনকি আমার দোকান লুট করে ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারী বলেন, দোকান বিক্রির বিষয়টা আমি আমার ইউনিয়ন পরিষদে বসে সমাধান করে দিই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়