প্রকাশ : ০২ জুন ২০২২, ২০:৪০
এটিএসআই খায়রুলের বদ্যনতায় নারায়নগন্জের বুদ্ধিপ্রতিবন্ধী আরিফাকে ফিরে পেলো পরিবার
চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজার ফাঁড়িতে কর্মরত এটিএসআই মোঃ খায়রুল ইসলামের সহযোগিতায় নারায়নগঞ্জ জেলা থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী আরিফাকে ফিরে পেলো তাঁর পরিবার। গত ১ জুন বুধবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের উপস্থিতিতে বুদ্ধি প্রতিবন্ধী আরিফাকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেন এটিএসআই খায়রুল ইসলাম।
|আরো খবর
জানাযায়, হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী আরিফা নারায়নগঞ্জ জেলার সোনার গাঁ উপজেলার কাঁচপুর পাঁচপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ঘটনার বিষয় জানাযায়, গত ৩০ মে সোমবার রাত ৮ টায় ৯৯৯ নাইনে কল পেয়ে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই মোঃ খায়রুল ইসলাম শহরের বাসস্ট্যান্ট হিলসা কাউন্টারে যান। সেখানে সংবাদদাতা নাসির ভূঁইয়া নামে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন হারিয়ে যাওয়া মেয়েটি কুমিল্লা রিলাক্স বাসযোগে চাঁদপুর বাসস্ট্যান্ড হিলসা কাউন্টারের সামনে এসে নামেন। মেয়েটিকে বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের কথা জিজ্ঞাসাবাদের পর কোনো তথ্য বের করতে পারেনি। এক পর্যায়ে উপস্থিত লোকজন বুঝতে পারেন মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। এঘটনা শুনে স্হানীয় লোকজন ৯৯৯ নাম্বারে কল দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের সাথে এবিষয়ে কথা বলে, মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসেন।
এদিকে মেয়েটির কাছে কোন তথ্য না পেয়ে পুলিশ কৌশল অবলম্বন করে মেয়েটির জন্ম নিবন্ধন সংগ্রহ করে। এরপর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সাথে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কথা বলে ঐ জন্ম নিবন্ধন টি নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঠান । পরে জন্ম নিবন্ধন অনুযায়ী সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই এলাকার ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের সাথে যোগাযোগ করে তার পরিবারকে সন্ধ্যান করে বের করেন। এরপর বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আরিফা চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান।
এ খবর শুনে গত ১ জুন বুধবার সকালে প্রতিবন্ধী মেয়েটির চাচা চাচী সহ পরিবারের লোকজন চাঁদপুর আসলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নির্দেশে এটিএসআই খায়রুল ইসলাম তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার পর পরিবারটি চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।