প্রকাশ : ৩০ মে ২০২২, ২২:০৭
পুরান বাজারের চিহ্নিত সন্তাসী হত্যা মামলার আসামী জহির খান আটক
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার চিহ্নিত সন্তাসী, মাদক বিক্রেতা, হত্যা মামলাসহ বেশকটি মামলার আসামী জহির খানকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
|আরো খবর
জানা যায়, পুরানবাজারের আজমিরি অটো রাইস মিলের কর্মচারী আল আমনি গাজীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় আল আমিন সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িতদের প্রধান পুরানবাজারে দুই গ্রুপে সংর্ঘষের ঘটনায় হত্যা মামলার আসামী মোঃ জহির খান (২৮) কে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটক করে।
মামলার এজাহারে করা হয়, গত ১৩ মে রাতে আজমিরি অটো রাইস মিলের টাকা কালেকশন করে মিলে ফেরার পথে নতুনবাজার পুরানবাজার ব্রিজের ঢালে পৌছলে মোঃ জহির খান ও সোহেল মোল্লাসহ আল-আমীনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় আল-আমীনকে হত্যার উদ্দেশে গলায় ধারালো অস্ত্র দিয়ে দিয়ে আঘাত করে। এমনকি আল-আমীনের সাথে থাকা রাইস মিলের ২ লাখ ৭০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের ১৫ দিন পর অবশেষে পুলিশ তাঁকে আটককরে আদালতে সোপর্দ করে।
উল্লেখ্য আটক জহির খান পুরান বাজার এলাকার সকল সন্তাসী, মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।