শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ মে ২০২২, ১৭:১৩

রিমি হত্যা মামলার প্রধান আসামী শাহ পরান গ্রেফতার

স্টাফ রিপোর্টার
রিমি হত্যা মামলার প্রধান আসামী শাহ পরান গ্রেফতার

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে দঃ আশিকাটি গ্রামে শাপলা আক্তার রিমিকে (২০) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী নিহতের কথিত স্বামী শাহ পরান গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।ফরিদগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটক শাহপরান (২৭) নিহত রিমির কথিত স্বামী। তাদের কোন বিয়ে হয়নি। বিবাহ ছাড়া কেউ বাড়ি ভাড়া দেয় না বলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকায় বাসা ভাড়া নেয় বলে শাহপরান জানায়। তবে পোস্টমর্টেম

রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।আসামীকে শনিবার আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ আশিকাটি গ্রামের এনায়েত পাটোয়ারী বাড়িতে গত ১৭ মে মঙ্গলবার দুপুরে খাটের নিচ থেকে শাপলা আক্তার রিমি (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ঘটনার পর কথিত স্বামী শাহপরান গাজী পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী আক্তার বাদী হয়ে ঘটনার পরের দিন ১৮ মে বুধবার চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৪১,তারিখ ১৮-৫-২০২২ ইং।মামলায় বোনের প্রেমিক ও কথিত স্বামী শাহ পরানকে প্রধান আসামী করা হয়।

শাহপরাণ গাজী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের সহর আলীর ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়