শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ মে ২০২২, ২০:১০

মতলব দক্ষিণে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছেলেকে না পেয়ে বাবাকে মারধর

নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছেলেকে না পেয়ে বাবাকে মারধর

মতলব দক্ষিণে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছেলেকে না পেয়ে বাবাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে একটি মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে।

গত ২০ মে সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সানাউল্লাহ প্রধান (৬০) নামের ওই অসহায় দিনমুজুর বৃদ্ধকে মারধরের ঘটনাটি ঘটে।

জানা যায়, গতকাল শুক্রবার (২০মে) মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে মৃত সায়েদ আলী প্রধানের ছেলে সানাউল্লাহকে মারধর করেন একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আরিফ হোসেন ও তৌসিফ হাসান, হাসেম মিয়াজীর ছেলে জামাল, মজিব, আলম, ইউসুফ, হৃদয় ও বিল্লাল সহ একটি সংঘবদ্ধ চক্র।

এ সময় বৃদ্ধ সানাউল্লাহর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত সানাউল্লাহর স্ত্রী জানান, গিয়াস উদ্দিনের ছেলে আরিফকে মাদকসহ আটক করে পুলিশ। আর এ ঘটনায় আরিফ সহ তার সহযোগীরা সন্দেহ করে আমার ছেলে সুমনকে। এরপর তারা আমার ছেলেকে মারধর করে এলাকা ছাড়া করে। তাদের অত্যাচারে আমার ছেলে এখন বাড়ি ছাড়া। তারা আমার ছেলেকে না পেয়ে আমার স্বামীকে মারধর করেছে।

অভিযুক্ত আরিফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ হবু জানান, মারধরের বিষয়টি আমি লোক মাধ্যমে শুনেছি। তবে কোন পক্ষ আমাকে কিছুই জানায় নি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়