শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৭ মে ২০২২, ১৮:২৮

আরাফ জুয়েলার্সে হামলায় স্বর্ণ ও নগদ অর্থসহ অর্ধকোটি টাকা লুটের অভিযোগ, আহত ১

স্টাফ রিপোর্টার
আরাফ জুয়েলার্সে হামলায় স্বর্ণ ও  নগদ অর্থসহ  অর্ধকোটি টাকা লুটের  অভিযোগ, আহত ১

চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে আরাফ জুয়েলার্স দুবৃর্ত্তদের হামলায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনার অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের চিত্রলেখা মোড় স্বর্ণ মার্কেটের আরাফ জুয়েলার্সের মালিক নাহিদ চৌধুরী পিতামৃত-গোলাম মোস্তফা চৌধুরীর সাথে দোকান মালিক প্রবাল আখন্দ (৫০) ও বাবু পাটোয়ারী (৫৫), মোঃ নেয়ামত হাই পলাশের সাথে দোকান ভাড়াটিয়ার চুক্তিনামা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বেশ কজন অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত দোকানে হামলা চালিয়ে নগদ ২০ লাখ টাকা এবং ১৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। শুধু তাই নয়, এ ঘটনায় আরো উক্ত দোকানে হামলা চালিয়ে আরো ৫/৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দোকান চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দোকানে হামলার ঘটনায় আহত নাহিদ চৌধুরী মৃত্যুর সাথে পান্জা লড়ছে বলে জানিয়েছেন তার স্বজনরা। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর পরই খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই ইসমাইল হোসেনের নেতৃত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।

এ রিপোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়