বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১২:৫৭

শাহরাস্তিতে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে হামলা ও ভাংচুর

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে হামলা ও ভাংচুর

শাহরাস্তি পৌর এলাকার ভাটনীখোলা গ্রামের জমাদার বাড়িতে মামা-ভাগিনার পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামা মোঃ মিজানুর রহমান বাদী হয়ে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণে জনা যায়, শাহরাস্তি পৌর এলাকার ভাটনীখোলা গ্রামের জমাদার বাড়ির মোঃ মিজানুর রহমান ও তার ভাগিনা মোঃ আজাদ হোসেনের মধ্যে পুকুর নিয়ে বেশ ক'দিন যাবৎ বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ১৩ জুন সকালে মোঃ আজাদ হোসেন, মোঃ ইয়াছিন ও রুবেল হোসেন একত্রিত হয়ে মিজানুর রহমানের বাসায় হামলা চালায়। এ সময় তারা মিজানুর রহমানের বাসার সব কাচের জানালা ভেঙ্গে ফেলে। তারা মিজানুর রহমানের স্ত্রী শামীমা বেগম ও মেয়েকে এলোপাতাড়ি মারধর করে। মিজানুর রহমান দাবি করেন তারা তার বাসায় ব্যাপক ভাংচুর চালায় এবং নগদ অর্থ নিয়ে যায়।

এ বিষয়ে আজাদ হোসেনের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়