শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ মে ২০২২, ২২:৪৯

টুবগীতে চাঁদার দাবিতে এমটিবি ব্রিক ফিল্ড আবারো বন্ধ

সোহাঈদ খান জিয়া
টুবগীতে চাঁদার দাবিতে এমটিবি ব্রিক ফিল্ড আবারো বন্ধ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার টুবগীতে চাঁদার দাবিতে আবারো ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৬ মে শুক্রবার স্থানীয় শুক্কুর খান, বোরহান ও আলাউদ্দীন তাদের দাবিকৃত ৫ লাখ টাকা না দেয়া ও জমির মালিকের সাথে দ্বন্দ্বের সূত্র ধরে ব্রিক ফিল্ডে গিয়ে ইট ডেলিভারি বন্ধ করে দেয়।

স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ভয়ে কথা বলতে সাহস পায় না। চলতি বছর চাঁদা না পেয়ে তারা ব্রিক ফিল্ডে হামলা করে ও ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়। এনিয়ে ব্রিক ফিল্ড মালিক তাজউদ্দিন আহমেদ মামলা দায়ের করেন। জামিনে এসে তারা ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে আগুন লাগিয়ে দেয় ও হামলা করে।

এ ব্যাপারে ব্রিক ফিল্ডের মালিক তাজউদ্দিন আহমেদ বলেন, শুক্কুর খান, বোরহান ও আলাউদ্দীন, আমার ব্রিক ফিল্ডে আজকেসহ ৩ বার হামলা করে। আজ আমার ব্রিক ফিল্ড থেকে ইট ডেলিভারি করতে দেয় না। ব্রিক ফ্লিড হতে ইট নিয়ে গাড়ি বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এরা আমার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এমনকি তাদের সাথে জমির মালিকের সাথে সমস্যা হয়েছে।

সবকিছু মিলে আমার উপর তারা জুলুম করে আসছে। আমি প্রশাসনের আশু হস্ত ক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়