শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৩:০৫

পুরাণবাজারে অভিজাত বাড়িতে মাদক বিক্রি, ভয়ে মুখ খুলছে না কেউ

সোহাঈদ খান জিয়া
পুরাণবাজারে অভিজাত বাড়িতে মাদক বিক্রি, ভয়ে মুখ খুলছে না কেউ

চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডস্থ ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি অভিজাত বাড়ি মাদক বিক্রিসহ মাদকাসক্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ বাড়িতে বসবাসকারী সকলেই কম-বেশি বিশেষ পরিচিত হওয়ায়, মান-সম্মানের ভয়ে মাদক বিক্রিসহ মাদকাসক্তদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এমনকি নাম প্রকাশ হওয়ার ভয়ে কেউ পুলিশে বা ফাঁড়িতে অভিযোগ করতেও সাহস করছেন না।

জানা যায়, পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মমিন মিয়া বা বেপারী বাড়ি নামে পরিচিত এ বাড়িটিতে সনাতন ধর্মাবলম্বী কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবৎ বাসা-বাড়ি স্থাপনপূর্বক অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। বসবাসকারীদের কেউ ব্যবসায়ী, চাকুরিজীবী বা শিক্ষকতার মতো মহৎ কর্মে নিয়োজিত। এ সুযোগ কাজে লাগিয়েছে এ বাড়িতে বসবাসকারি প্রয়াত খোকন পালের ছেলে মাদক ব্যবসায়ী শ্যামল পাল। সে তার নিজ বসতঘরকে মাদক বিক্রির নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। এখানেই চলে তার অবৈধ মাদক ব্যবসার নিরাপদ কার্যক্রম, রাতের অন্ধকারে ভিড় জমায় মাদকাসক্তরা। এমনকি মাদক ব্যবসার পাশাপাশি বসে জুয়ার আসর, বাজি ধরে খেলাসহ জুয়ার টাকা ভাগাভাগি করতে গিয়ে অনেক সময় নিজেদের মধ্যে দেখা দেয় মারমুখি আচরণ, শুরু হয় অকথ্য ভাষায় গালাগালি। একটি বাসাবাড়িতে রাতের অন্ধকারে অজানা-অচেনা যুবকদের এমন আসা-যাওয়ার কারণে বাসাবাড়িতে বসবাসকারীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। ভয় সৃষ্টি হয় বাড়িতে বসবাসরত নারী-পুরুষ সকলের মনে। কিন্তু ভয়ে কেউই মুখ খুলতে সাহস করছেন না।

জানা যায়, শ্যামল পালের এ ধরনের মাদক ব্যবসা বা বাড়িতে মাদকের কারবারের কথা অনেকের জানা থাকলেও অদৃশ্য কারণে কেউই তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সে সাহসিকতার সাথে নিশ্চিন্তে এ ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি পুলিশ সুপারসহ পুরাণবাজার পুলিশ ফাঁড়ি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে সচেতন মহলের বিশ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়