মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১:১৭

দাউদকান্দিতে মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবক হত্যার প্রধান আসামী র‌্যাবের হাতে আটক

দাউদকান্দিতে মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবক হত্যার প্রধান আসামী র‌্যাবের হাতে আটক
প্রেস বিজ্ঞপ্তি

৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) বেলা অনুমান সাড়ে ১১টায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন পূর্ব হাউষদি গ্রামে মো. আলামিন মিয়া (৩৫) নামে এক ট্রাকচালক খুনের ঘটনার প্রধান আসামী মো. দ্বীন ইসলাম ডালিমকে আটক করেছে র‍্যার-১১। রোববার (১৯ অক্টোবর ২০২৫) রাতে তাকে আটক করা হয়।

এ ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মো. দ্বীন ইসলাম ডালিম (২৮) একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। ভিকটিম আলামিন বিভিন্ন সময়ে আসামী ডালিমকে মাদক বিক্রয়ে বাধা প্রদান করায় ভিকটিমের সাথে আসামীর বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে ধৃত আসামীসহ অন্যান্য পলাতক আসামী ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামীরা ভিকটিমকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ৯ অক্টোবর ২০২৫ বেলা অনুমান সাড়ে ১১টায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন পূর্ব হাউষদি গ্রামের আল মদিনা মসজিদের সামনে ভিকটিম আলামিন দাঁড়িয়ে থাকাবস্থায় পেয়ে ধৃত আসামীসহ তার অন্যান্য সহযোগী পলাতক আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আত্মগোপন করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গৌরীপুরে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৯, তারিখ-১০/১০/২০২৫। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।

গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মো. দ্বীন ইসলাম ডালিম (২৮)-এর অবস্থান ডিএমপি, ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৯/১০/২০২৫ রাতে র‌্যাবের অভিযানে ডিএমপি, ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী মো. দ্বীন ইসলাম ডালিম (২৮), পিতা-মো. হোসেন প্রধান, সাং-পূর্ব হাউষদি, পাঁচগাছিয়া, ৮নং ওয়ার্ড, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়