শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৩৮

কচুয়ায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা

চাঁদপুরের কচুয়ায় আশংকাজনক হারে বেড়েছে আত্মহত্যার প্রবনতা। গত ১৬ মাসে প্রায় ৩০জন আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ। এদের মধ্যে বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০ বছর। তন্মেধ্যে বিষপানে ১৫জন ও ফাঁস দিয়ে ১৫ জন। সামাজিক বৈষম্য, পারিবারিক অস্থিশীলতায় জন্য বাড়ছে এ প্রবনতা এমনটা দাবি বিশিষ্টজনদের। তবে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ালে এই প্রবনতা রোধ করা সম্ভব।

হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ, সামাজিক অবক্ষয় ও সম্পর্কের জটিলতাসহ নানা কারনে আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পায়। গত ১৬ মাসে উপজেলায় প্রায় ৩০ কিশোর-কিশোরীরা আত্মহত্যা করেছে। বর্তমানে মাদকের আগ্রাসনে আসক্ত হচ্ছে তরুন-তরুনীরা। ফলে মানসিক বিকারগ্রস্থ চিন্তিত হয়ে যে কোনো পথ অবলম্বন করে তারা। মানসিক চিন্তিত হয়ে আত্মহত্যার প্রলোভনে আসক্ত হয় অনেকে।

বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, সমাজে নৈতিক শিক্ষার পাশাপাশি কিশোর-কিশোরীদের মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদের অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী বলেন, বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত। ইন্টারনেটের ব্যবহারের কুফল দিক থেকে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের আরো যত্ন নিতে হবে। তাহলে আত্মহত্যার প্রবনতা কিছুটা রোধ করা সম্ভব। তিনি আরো বলেন, আত্মহত্যার জন্য সামাজিক ও পারিবারিক সম্পর্কের অবনতিকে দায়ী করছেন । আর এই প্রবনতা দূর করতে নৈতিক শিক্ষা,সামাজিক নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বাড়ানোর পরামর্শ তাদের।

উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির বলেন, বর্তমানে শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে বিভিন্ন ভাবে হতাশাগ্রস্থ হয়। আত্মহত্যা প্রবণতা রোধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং করা উচিত। পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি কাউন্সিলিং প্রলুব্ধ করে আত্মহত্যা প্রবণতা রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, মানসিক চিন্তা,পারিবারিক ও সামাজিক কলহে অনেকে এমনটাই পথ বেছে নেন যা কাম্য নয়। আত্মহত্যা প্রবনতা রোধে অভিভাবক,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে আরো সচেতন হবে। পাশাপাশি কাউন্সিলিং করে তাদের মাঝে আত্মহত্যার কুফল সম্পর্কে শিক্ষা প্রদান করতে পারলে তা রোধ করা সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়