শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আন্তঃজেলা ছিনতাইকারী আল-আমিন আটক

আন্তঃজেলা ছিনতাইকারী আল-আমিন আটক
গোলাম মোস্তফা ॥

আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এলাকার আল-আমিনকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়ার নেতৃত্বে নতুনবাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আল-আমিনকে আটক করেছে।

জানা যায়, গত বছরের ১৫ জুলাই চাঁদপুর শহরের কদমতলা এলাকার বাসিন্দা মানিক লাল মজুমদারের স্ত্রী অনিতা রাণী মজুমদার (৪৫) সকালে হাঁটতে বের হয়ে বাসায় ফেরার পথে অচেনা দুজন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে গতিরোধ করে। ওই অচেনা ব্যক্তিদের পেছনের ব্যক্তিটি অনিতা রাণীর গলায় ছুুরি ধরে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। অনিতার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা ততক্ষণে পালিয়ে যায়। ছিনতাই হওয়া স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। অনিতা মজুমদার পরিবারের সাথে আলোচনা করে ঘটনার পাঁচদিন পর চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে।

ভিডিও ফুটেজ অনুযায়ী গত বছরের ৯ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ছেংগারচর পৌরসভার আদুরভিটা গ্রামের দেওয়ান বাড়ির ফজলুল হক দেওয়ানের ছেলে আল-আমিনের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন। কিন্তু আসামীকে আটক করতে পারেননি। এরপর থেমে থাকেননি তদন্তকারী কর্মকর্তা। পরবর্তীতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ভাড়া বাসায় রাত ১১টায় অভিযান চালান। এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন আল-আমিনের ছোট ভাই পারভেজের বিসমিল্লাহ স্টোর নামক মুদি দোকান থেকে তাকে আটক করেন। পুলিশ আরো জানায়, আটক ছিনতাইকারী আল-আমিন আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়