শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫২

যমুনা রোডের মসজিদ কমিটির ঘটনায় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

স্টাফ রিপোর্টার
যমুনা রোডের মসজিদ কমিটির ঘটনায় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

চাঁদপুর শহরের যমুনা রোডের মসজিদ কমিটি গঠন কে কেন্দ্র করে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় হতাশার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন এলাকাবাসী। জানাযায়, চাঁদপুর শহরের যমুনা রোড এলাকার মসজিদ কমিটি গঠন কে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারী সংঘটিত ঘটনা পর পরদিন ১২ ফেব্রুয়ারী পুনরায় সংঘর্ষ সৃষ্টি হয়ে সন্তাসী হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়। এঘটনায় ঐদিন রাতেই ৯ জন কে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে আহতদের পক্ষে নুরে আলম। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা একই রাতে মামলার এজাহার ভুক্ত ২নং আসামী কে আটক করে আদালতে প্রেরণ করে।

এর ২ দিন পর ১৫ ফেব্রুয়ারী মধ্য রাতে শহরের কয়লাঘাটে বিবাদের ভাড়া দেওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় ৪ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

এদিকে আগুনের এ ঘটনাক মসজিদের ঘটনায় সংঘটিত সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত মামলার বাদী, স্বাক্ষী ও আহতদের জড়িয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, গতকাল ১৮ ফেব্রুয়ারী উক্ত যমুনা রোডের মসজিদে জুমার নামাজের পর মামলার ৯ নং আসামী ইকবাল বেপারী বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্ত মুলক কথা বলে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ধাবিত করলে এ ঘটনার টের পেয়ে স্হানীয় এলাকাবাসী চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে অবহিত করলে তাঁর নির্দেশে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করে।

এদিকে উক্ত মসজিদের ঘটনা কে কেন্দ্র করে আসামী পক্ষের একের পর এক বিভিন্ন হয়রানি ও সন্তাসী মুলক ঘটনা থেকে রেহাই পেতে এবং উক্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে অনতিবিলম্বে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়