শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪২

আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

রফিকুল ইসলামের রহস্যজনক মৃত্যু! (তাৎক্ষণিক পুলিশের বক্তব্য)

গোলাম মোস্তফা

চাঁদপুর শহরের মরহুম আঃ করিম পাটোয়ারী সড়কস্হ বিষ্ণুদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা যায়, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (৪৯) প্রতিদিনের ন্যায় ২৬ জানুয়ারি সকাল ৯ টায় বাসা থেকে বের হয়ে কর্মস্থল বিষ্ণুদী আজিমিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এরপর দুপুর গড়িয়ে গেলে পরিবারের পক্ষ থেকে তাঁকে বহুবার ফোন করা হলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া না পাওয়ায় চারদিকে তল্লাশি শুরু করে।

এক পর্যায়ে পরিবারের সদস্যরা তার কর্মস্থল বিদ্যালয়ে গিয়ে খোঁজ করলে তাকে বিদ্যালয়ের ৩য় তলার একটি বন্ধ কক্ষ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি ঐ রুম থেকে কীটনাশক জাতীয় ৩টি খালি বোতল উদ্ধার করা হয়।

দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। পুনরায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা শুনেছি, তিনি বিষক্রিয়ায় মারা যায়। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। তাঁর শরীরে দড়ি দিয়ে বাঁধার বা লাঠি দিয়ে আঘাত করার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত আপনাদেরকে আমরা জানাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়