প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৪
পুলিশের হামলায় আইনজীবীর মামলা
পুলিশের হামলায় আহত আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী সোমবার চাঁদপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলার আসামী পুলিশের এএসআই হিমনকে সমন দিয়েছে।
|আরো খবর
চাঁদপুরে পুলিশের এএসআইয়ের হামলায় আইনজীবী আহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। সোমবার চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। আহত আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহন করে পুলিশ হিমনকে সমন দিয়েছেন বলে আদালত সূত্রে জানা যায়।
১৭ জানুয়ারী চাঁদপুরে শহরে পুলিশের এএসআই'র হামলায় আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী রক্তাক্ত আহত হয়ে
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হোন।
ঘটনা প্রসঙ্গে আহত আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী সাংবাদিকদের বলেছিলেন, আমি কোর্ট থেকে কাজ শেষে ফেরার পথে দেখলাম ওই পুলিশ ২জন সাধারণ লোককে পেটাচ্ছেন। আমি তখন ওনাকে লোকগুলোকে পেটানোর কারন জানতে চাইলে কোনকিছু বুজে উঠার আগেই হেমলেট দিয়ে মাথায় আঘাত করে। আমি তখন আইনজীবীর ইউনিফর্ম পরা ছিলাম