প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:০০
হাইমচরে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর মামলায় আরো ২ জন আটক
হাইমচরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় আরও ২ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এ নিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর মামলায় ৩ জনকে আটক করতে পেরেছে হাইমচর থানা পুলিশ। রোববার রাতে হাইমচর থানা এসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেন। আটককৃতরা হলেন : ছোটলক্ষীপুর গ্রামের আহমদ উল্লাহ মিজির ছেলে ইয়াছিন মিজি (৩০) ও রুহুল আমিন গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৫)।
|আরো খবর
হাইমচর থানা সূত্রে জানা জায়, ৫ জানুয়ারি ছোটলক্ষীপুর কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষাণার পর ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ বিজিবি, র্যাব সদস্যদের তিনটি গাড়িতে হামলা করে ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই হামলার ঘটনায় আমান উল্লাহ বেপারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে ভুক্তভোগী জেলা শিক্ষা অফিসের গাড়ি চালক আব্দুল মালেক পাটোয়ারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ঐ মামলায় এ পর্যন্ত ৩জনকে আটক করেন হাইমচর থানা পুলিশ।