প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ২০:০০
ঢাকা আইন জেলা ছাত্রলীগের পরিচিতি ও বর্ধিত সভা
রাজধানী ঢাকার বিজয়নগরে সেন্ট্রাল ল' কলেজে ঢাকা আইন জেলা ছাত্রলীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ জানুয়ারি সন্ধ্যায় সেন্ট্রাল ল' কলেজে ছাত্রলীগ নেতা রিমন-মাহিমের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় ঢাকা আইন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল রিপন বলেন, আইন কলেজগুলোতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের নিয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের পতাকা তলে আসতে হবে।
তিনি আরও বলেন, আইন কলেজগুলোতে আর কোনো গ্রুপিং থাকবে না। আইন কলেজগুলোতে বিভিন্ন সংগঠনের অতীত ইতিহাস আলোচনা করার দরকার নেই। তবে আপনারা যারা সেন্ট্রাল ল' কলেজে বিএনপি-জামাত-শিবির প্রতিরোধে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
এ সময় ঢাকা আইন জেলা শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকেও ধন্যবাদ জানান আসিফ ইকবাল রিপন।
ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্চু আহমেদ বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আইন কলেজগুলোতে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশ ছাত্রলীগের হাতকে শক্তিশালী করতে হবে। পরিচিতি ও বর্ধিত সভার আয়োজন করায় ছাত্রলীগ নেতা রিমন-মাহিমসহ সেন্ট্রাল ল' কলেজের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও সেন্ট্রাল ল' কলেজের বর্তমান সভাপতি মো. আবু তাহের (রিমন)-এর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ও সেন্ট্রাল ল' কলেজের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রহমান (মাহিম) এর সঞ্চালনায় বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানিয়া সরদার, মো. হাসানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমাম হাচান খান, রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শরীফ, সেট্রাল ল' কলেজের সাবেক শিক্ষার্থী রায়হান হোসেন, আল-ইমারান, আসাদুজ্জামান, মো. মোশারফ হোসেন, বর্তমান শিক্ষার্থী রাকিবুল ইসলাম, সুপন সরকার, হেলাল খান জয়, ইমরান হোসাইন, জহির রায়হান প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।„